আপনি অনেক সময় না বুঝে না শুনে, একজনের সম্পর্কে কি না কি বলে ফেলেন! কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার সেই ছোট্ট কথাটির জন্য সেই ব্যক্তির মেন্টালিটি টা কেমন রুপ ধারন করতে পারে? একটা সহজ উদাহরন দিয়ে বোঝানোর চেষ্টা করি… মনে করেন, আপনার ই একজন ফ্রেন্ড একটা নতুন ফোন কিনেছে । হ্যা, তো কিনার পর সে ফ্রেন্ডদের দেখাচ্ছে, এই কেমন হয়েছে রে? সেখান হতে একজন বলে উঠল, আরে এই ফোনটা কিনেছিস তুই, ধুর এর...