আজকে আমি আপনাদের মাঝে মোবাইল ফোন এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব । তা হলো মোবাইল ফোন এর প্রসেসর কি, কত প্রকার এবং কাজ !
চলুন আগে জেনে নেই প্রসেসর কি
প্রসেসর আপনার ফোনের প্রায় সকল কিছু নিয়ন্ত্রণ করে। সহজভাবে যদি বলি, এটা আমাদের ব্রেনের ন্যায় কাজ করে। মোবাইলে গান শোনা, ভিডিও দেখা, গেম খেলা ইত্যাদি কাজ প্রসেসর এর মাধ্যমে সম্পন্ন হয়।
মোবাইল প্রসেসর এর প্রকারভেদ
প্রসেসর সাধারণত ৪ প্রকার
১) Dual core = ২টি কোর
২) Quad Core = ৪টি কোর
৩) Hexa Core = ৬টি কোর
৪) Octa core = ৮টি কোর
এখন কথা হলো এতে পার্থক্য কি?
আগে বলে নেই কোর কি?
সহজে বলতে গেলে ১ টি কোর হলো একটি হাত । আর এই হাত দিয়েই তো কাজ করতে হয় নাকি । আচ্ছা ১টি হাত দিয়ে কাজ করতে যে সময় লাগবে ৪টি বা ৮টি হাত দিয়ে যদি সে কাজ করা হয় তাহলে নিশ্চয় তার থেকে অনেক কম সময় লাগবে । কোরের ব্যাপার টাও ঠিক তেমনি। যত বেশি কোর হবে আপনার ফোনের কাজ করতে ততই কম সময় লাগবে।
এবার আসি Clock Speed কি?
আমরা যখন মোবাইল এ কোন এপ Open করি তখন দেখবেন একটু লোড নেয় । সে সময় আমাদের ফোনের CPU তার Calculation কমপ্লেট করার পর আমাদের ফোন এপটি চালাতে সক্ষম হয়। আর এই Calculation টি আপনার ফোনের CPU যত দ্রুত করতে পারবে তত দ্রুতই এপটি অপেন হবে এবং স্মুথলি রান করবে। আর এই গতি মাপার নাম গিগাহার্টস (GHZ) ।
👉প্রসেসর ন্যানোমিটার টেকনোলজি ( nm )👈
ন্যানোমিটার প্রসেসর এর একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফোনের ব্যাটারি ব্যাকাপ, হিটিং, স্মূথ পারফরম্যান্স অনেকটা ন্যানোমিটার এর উপর নির্ভর করে। চলুন একটু বিস্তারিত আলোচনা করা যাক-
একটি প্রসেসর এ লক্ষ লক্ষ কোটি কোটি ট্রানজিষ্টর থাকে। আর এই ন্যানোমিটার দিয়ে তাদের মাঝের দূরত্ব বোঝানো হয়। প্রসেসর এর ট্রানজিষ্টর এর মাঝে দূরত্ব যত কম হবে তাদের মধ্যে ডাটা ট্রান্সফার এর স্পিড ততই বেড়ে যাবে । এবং আপনার ফোনটি কম হিট হবে এবং ফাষ্ট কাজ করবে। একইসাথে ভালো ব্যাটারি ব্যাকআপ তো পাবেন ই ।
তাই আপনার ফোনের প্রসেসর টি যেন অবশ্যই কম ন্যানোমিটার এ হয় সেদিকে খেয়াল রাখবেন।
👉প্রসেসর এর Architecture বা গঠন👈
শুধুমাত্র একটি প্রসেসর এর ন্যানোমিটার, কোর , গিগাহার্টস এর উপরেই সম্পূর্ণ পারফরম্যান্স নির্ভর করেনা। এর সাথে প্রসেসর টির Architecture বা গঠন ও গুরুত্বপূর্ণ।
বর্তমানে ARM নাম এর একটি কম্পানি প্রসেসর এর এই কোর গুলো ডিজাইন করে। এবং সেগুলো ARM Cortex সিরিজে বের হয়। তাদের জনপ্রিয় কিছু সিরিজ নং ARM Cortex A53, ARM Cortex A57, ARM Cortex A76 . আপনার ফোনের প্রসেসর টির Cortex নং যত বেশি হবে, আপনার প্রসেসর টি ততই লেটেস্ট এবং উন্নত মানের হবে ।
(মূলকথা-) প্রসেসর টি যেন অবশ্যই Quad Core বা Octa Core হয় । Clock Speed যেন 2.0 GHZ বা এর থেকেও বেশি হয় , অবশ্যই কম ন্যানোমিটার ১২nm বা এর কম হয় ।
আশা করছি এসব বিষয় মাথায় রাখলে আপনারা সহজেই একটি ভালো প্রসেসর নির্বাচন করতে পারবেন।