ট্রেড, টেকনোলজি, টেকনিক্যাল, পলিটেকনিক এগলার সাথে পরিচয় আছেন? থাকলে একটা জিনিস নিয়া অবশ্যই হয়তো কখনো শুনেছেন যে, কারিগরী শিক্ষার দাম নাই, আবার হয়তো শুনে থাকবেন যে, এখান থাইকা বের হয়লেই মনে হয় চাকরি! কোনটা সত্য? সত্য হয়লে হাজার হাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ক্যান ঘরে বইসা আছে, কেউ কেউ দোকান খুইলা বসছে, কাহিনী টা কি? ওকে, আসেন ক্লিয়ার করি…
যদিও ইনস্টিটিউট+নিজে, দুইটাই মেজর রুল প্লে করে থাকে, একটা স্টুডেন্ট জব পাওয়ার ক্ষেত্রে কতটুকু সফল হবে । তবে ডিপ্লোমা শেষ করার পরেও বেকারত্বের বিষয়টাতে পার্সোনাল ডেভেলপমেন্ট টা বেশি ম্যাটার করে ইনস্টিটিউট এর চাইতে! কেমনে? লেটস ক্লেয়ার ইট..
ধরেন একটা শিক্ষার্থী অমুক পলিটেকনিক থাইকা ৪ বছরে ডিপ্লোমা শেষ করল, সেই ৪ বছরে সে যা যা করছে বছর শেষে তার সার্টিফিকেট এর সাথে তা এড হবে । এখানে তার সার্টিফিকেট এর মূল্য ১, বাকিগুলো ০ । তার কমিউনিকেশন স্কিল, কর্মদক্ষতা, নেটওয়ার্কিং, এগলার মান বললাম ই ০ কইরা । সো কোন শিক্ষার্থী এইসব গুলাতে ভালো করলে তার মার্ক ১০০০ (১ হয়লো সার্টিফিকেট, বাকিগুলো পার্সোনাল ডেভেলপমেন্ট) । সো সেই শিক্ষার্থীর বেকার থাকার কোনো সম্ভাবনাই থাকেনা, একটা ভালো কম্পানি তাকে ডাইকা নিবে, না নিলেও তার এচিভমেন্ট গুলা দিয়া সে নিজেই একখান কম্পানি দাড় করাইতে পারবে, সময়, পরিশ্রম, ধৈর্য লাগবে, বাট তার দ্বারা পসিবল ।
অন্যদিকে একটা শিক্ষার্থী ৪ বছরে পার্সোনাল ডেভেলপমেন্ট এ কোনো ফোকাস ই দিলো না, সো বছর শেষে তার এচিভমেন্ট হয়লো ১ (তার সার্টিফিকেট) । বাকী কোন গুলা যেন ছিলো? কমিউনিকেশন স্কিল, কর্মদক্ষতা, নেটওয়ার্কিং, এইগুলাতে তার কোনো মার্ক নাই । এইখান থেকে প্রথম দুইটাতেও ভালো করলে তার মার্ক ১০০ । তারও বেকার থাকার সম্ভাবনা খুবই কম, বাট যার মার্ক ১০০ এর নিচে থাকবে তাকে বেকারত্ব নিয়া বইতে হবে, কোনো জব হলেও সে গ্রো করতে পারবেনা, সো একসময় গিয়ে তার মার্ক আবার ১ এ এসে পড়বে ।
সো, ইটস বিহাইন্ড দ্যা সিন অফ টেকনিক্যাল এডুকেশন ফিউচার লাইফ!
তাহসান সুমন,
কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি
কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট