রিসেন্টলি Sara Ali নামটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমানে সাড়া ফেলেছে, তিনি তার ইউটিউব চ্যানেলে বছরখানেক আগে Quran for Sleep নামে ১০ ঘন্টার একটি দীর্ঘ তিলাওয়াত ভিডিও আপলোড করেছেন । যা কালো যাদু বলে সোশ্যাল মিডিয়ায় সতর্কবার্তা হিসেবে অনেকে পোষ্ট করতেছেন, শেয়ার করতেছেন । তো, আসলে বিষয়টা কতটুকু সত্য, সত্যিই কি ব্লাক ম্যাজিক? চলুন বিস্তারিত ভাবে জেনে আসি…
Mishary Rashid Alafasy , যিনি বিশ্ববিখ্যাত কুরআন তিলাওয়াত কারীদের মধ্যে একজন । তার ১০ ঘন্টার দীর্ঘ একটি তিলাওয়াত Sara Ali নামের সেই ব্যক্তি নিজ চ্যানেলে আপলোড করেছেন, এতটুকু ঠিক ছিল? হ্যা, তবে সমস্যা হয়ছে তখন, যখন তিনি সেই ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে এআই জেনারেটেট কিছু ভয়েস এড করছেন, যেখানে বলা হচ্ছে, I can swallow pills easily, I overcome far swallowing pills easily, i swallow pills like anybody, বাংলা : আমি সহজেই পিল খেয়ে নিতে পারি, আমি খুব সহজেই আমার ভয়কে দূর করতে পিল খেয়ে নেই, একইরকম ভাবে আরো কিছু ব্রেইনওয়াস করা বাক্য রিপিট করা হয়েছে পুরো ১০ ঘন্টার সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে!
তো চলেন সাইন্স এর আলোকে এইটা বিশ্লেষণ করা যাক..
MK Ultra Mind Control মেথড, যা আমেরিকার ইন্টেলিজেন্স এজেন্সি (CIA) জনগনের উপর একটি এক্সপেরিমেন্ট চালিয়েছিল, যেখানে তারা প্রথমে একটি ট্যাপ রেকর্ডারে কিছু কমান্ড রেকর্ড করে সেইটার একটা লুপ তৈরি করে, যা রিপিটেটিভ ভাবে দীর্ঘ সময়ের জন্য প্লে হতে থাকে (যেমনটা Sara Ali এর সেই ভিডিওটি তেও দেখতে পাওয়া যায়) । তারপর যার উপর সেই এক্সপেরিমেন্ট করা হবে তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয় । যখন সে ঘুমিয়ে যায় তখন তার কানে সেই রেকর্ড টি চালিয়ে দেওয়া হয় লম্বা সময়ের জন্য, এতে তার সাবকন্সিয়াস মাইন্ড নতুন ভাবে প্রোগ্রাম হয়ে যায় আগের সব মেমোরি ভুলে! আই মিন, সে ব্রেইনওয়াশড হয়ে যায়।
আমরা Sara Ali এর সেই ভিডিওটির টাইটেলে লক্ষ্য করলেই দেখতে পাবো, ‘Quran for Sleep ‘ মানে মানুষ সেটা ঘুমানোর আগে শুনবে আর সেটা ১০ ঘন্টার লম্বা সময়ের জন্য, আর সেই জন্যই তারা ব্যাকগ্রাউন্ডে এমন কিছু জুড়ে দিয়েছে, যাতে আপনি নিজেই নিজের ব্রেইনওয়াশ করেন ।
আমরা জানি, মাইন্ড ব্যাসিক্যালি ২ প্রকার : ১) চেতন ২) অবচেতন ।
এর মধ্যে আমাদের অবচেতন মন খুবই শক্তিশালী হয়ে থাকে, চেতন মন বিষয়টা লক্ষ্য না করলেও অবচেতন মন ঠিকই সেইটা ব্রেইনে সেভ করে নিবে , এর দ্বারা আপনি প্রভাবিত হবেন । একটি বিষয় বারবার শুনলে তা বিশ্বাসে পরিণত হয়, ‘আমি খুব সহজেই পিল খেয়ে নেই, আমি আমার ভয় দূর করতে পিল খাই’ এমন বাজে অভ্যাস আপনার না থাকলেও দেখা যাবে আপনার ভিতরে এক অজানা ভয়ের তৈরি হয়ছে । আর আপনি সত্যিই পিল খাওয়া শুরু করেছেন , কারন এটা আপনার বিশ্বাসে পরিনত হয়েছে যে, পিল বা ওষুধ খেলেই হয়তো আপনি ভালো হয়ে যাবেন ।
Whatever we plant in our subconscious mind and nourish with repetition and emotion, will one day become a reality.
– Earl Nightingale
আমরা অধিকাংশ মানুষ এই সম্পর্কে অবগত নেই, স্পেসিফিক ভাবে তিলাওয়াত টি তারা শুনেছে তারা অনেকেই ভয়ানক স্বপ্ন দেখেছেন, কেউ কেউ আবার অসুস্থতার শিকার হয়েছেন ।
কাফেররা আমাদের নানাভাবে নানা উপায়ে আক্রমণ করার চেষ্টা করছে, আমরা সবচেয়ে বেশি যেইটার উপর বিশ্বাস করি পবিত্র ‘ আল কুরআন ‘ সেইটাও তারা বাদ রাখেনি । মুসলিমদের ক্ষতি করার জন্য এটা অবশ্যই কোনো ইন্টেলিজেন্ট এর কাজ । আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত, আমাদের ঈমান কে আরো মজবুত করা উচিত ।