কয়েকটা জিনিস আমার কাছে একেবারেই পছন্দ না! এইগুলা আমার লাইফের ফ্রেন্ডস, ফ্যামিলি, গার্লফ্রেন্ড, বউ, সবার ক্ষেত্রেই প্রযোজ্য! আমি মনে করি, নূন্যতম এই সেন্স গুলা না থাকলে আপনি আমার কালো তালিকায় অন্তর্ভুক্ত হন!
১) পারফেক্ট টাইমিং রুল না মানা : মনে করেন আপনার সাথে আমার আজ দেখা করার কথা, বা একটা মিটিং এ বসা । আপনি বললেন আজ ৩টায় দেখা করতেছি, সো ঐ ৩টায় আপনার জন্য কিন্তু সময় রাখলাম আমি, রাইট? আপনি করলেন কি, আসলেন ৪ টার দিকে, এসে এক্সকিঊজ দিতেছেন এইটার জন্য লেইট হইলো (আসলে আপনার সব এক্সকিঊজ ই সেলফ ক্রিয়েটেড), এইরকম কন্টিনিউ করা, ট্রাষ্ট মি আই ডোন্ট কেয়ার এবাউট ইট, ইভেন নো ওয়ান কেয়ার! ভাই তর লেইট হবে যখন, তুই এক্সাট টাইম তো বলতে পারিস, না পারলে সেটাও তো বলবি, বাট তুই ভবঘুরের মতো হুদাই টাইমিং করবি, পরে এক্সকিঊজ মারবি, এমন স্বভাব হবে ক্যান ভাই? এইটা তো নিজের লো কনফিডেন্স, কনফিউজড এর সাইন, রিয়েলি, আই ডোন্ট লাভ ইট ম্যান!
২) এটেনশন ধরার জন্য নাটক করা : এইটা আমার অন্যতম খারাপ লাগার একটা বিষয় । আচ্ছা, এই জিনিস টা কি? সহজভাবে বললে, আপনাকে সে মন থেকে একদমই লাইক করেনা বাট, আপনার সামনে সে নিজেকে এমন দেখায় লাইক সে আপনার ভক্ত, আপনার ভালো চায়, বাট তার পুরোটাই একটা ফাঁদ । আপনার কাছ থেকে এটেনশন ধরার জন্য তারা এই নাটকগুলা করে, দ্যা রুট রিজন ইস ‘তাদের আপনাকে দরকার’ সো, আপনাকে ধরে রাখতে তাদের এই অভিনয়!
৩) ইগো/হিংসা : আমি ব্যাসিক্যালি ফ্রি ভাবে কথা বলতেই পছন্দ করি সেইটা হোক আমার নিচের লেভেলে থাকা মানুষ দের সাথে, হোক বা সিনিয়রদের সাথে, শুধুমাত্র সম্মান প্রদর্শন করতে শব্দচয়নে ডিফরেন্স থাকে এই আরকি । বাট ভিতরে ইগো রাইখা বাইরে মাষ্ক নিয়া চলাফেরা, এইটা আমার মোটেও পছন্দের নাহ । আর হিংসা সেইটা তো দুনিয়া ও আখেরাতে দুই জীবন ই ধ্বংসের মুখে ঠেলে দেয় ।
“রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়।”
– হযরত মুহাম্মদ (সা:)
এই কয়েকটা ছাড়াও আরো কিছু ছোট ছোট বিষয় রয়েছে, যেগুলা আমি মনে করি আমাদের আজই শুধরে ফেলা উচিত ।
“আই ডোন্ট রিয়েক্ট ইটস নট মিন আই ডোন্ট নো, আই মার্কিং ইউ ইন মাই ব্লাক লিষ্ট, ইউ উইল নেভার নো !